[color=blue]সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন৷ প্রযুক্তির কল্যানে আমাদের জীবনযাত্রা নিত্যদিনই পাল্টে যাচ্ছে৷[/color] [br]
[color=green]আমি আজ কথা বলবো, আমাদের প্রতিবেশী দেশ ভারতে চালু হবার অপেক্ষায় এক নতুন উদ্ভাবন সম্পর্কে৷[/color][br]
[br]প্রতিদিন স্মার্টফোনে চার্জ দেয়া বেশ ঝামেলাই বটে। আর এই সমস্যার সমাধানে উপায় বের করেছে ভারতের টেলিকম অপারেটর জিও। [br]জিও সম্প্রতি এমন এক ধরণের নেটওয়ার্ক তৈরি করেছে যার মাধ্যমে ফোনে আর কখনোই চার্জ দেয়ার প্রয়োজন পড়বে না। শুধু সিম কার্ড ফোনে লাগয়ে নিলেই কেল্লা ফতে৷ অটোমেটিক চার্জ হতে থাকবে আপনার স্মার্টফোন।[br]
রিলায়েন্স জিও আরো জানিয়েছে, এখন থেকে 4G জিও সিম ফোনে প্রবেশ করানোমাত্রই চার্জ হয়ে যাবে যেকোনও স্মার্টফোন। টুইটারে একটি ভিডিও পোস্ট করে এমনই দাবি জানিয়েছেন জিও-র এক মুখপাত্র অয়ালেক্স থমাস।[br]

ভিডিওয়ে দেখা গেছে, চার্জার বা পাওয়ারব্যাঙ্ক-এর আর দরকার পড়ছে না, জিওর 4G সিম ঢোকালেই চার্জ হয়ে যাচ্ছে ফোন। আর এই নতুন পরিষেবার নাম দেয়া হয়েছে ‘জিও জুস’।[br]

এই নিয়ে ‘জিও জুস’এর প্রজেক্ট হেড অ্যালেক্স জানিয়েছেন, এ সুবিধা পেতে ‘জিও জুস-এ ওয়ারলেস জিও নেটওয়ার্ক ব্যবহার করা হয়েছে। এই জিও 4G নেটওয়ার্ক অন থাকাকালে ট্রান্সমিটার এবং রিসিভারের মধ্যে এক ধরনের ইলেক্ট্রো-ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি হয়। এই বিদ্যুত-চৌম্বকীয় ক্ষেত্রের প্রভাবে যে শক্তি উৎপাদন হয়, তার মাধ্যমেই চার্জ হয়ে যাবে যেকোনও স্মার্টফোন।’’[br]
[color=brown]ভালো থাকুন, সুস্থ থাকুন৷ টেকবৃষ্টির সাথেই থাকুন৷ দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো পোস্ট নিয়ে৷[/color]

2 thoughts on “জিওর ৪জি সিম ঢোকালেই চার্জ হয়ে যাচ্ছে ফোন

  1. Fahim Iqbal says:

    এ প্রযুক্তি বাংলাদেশে চালু হলে সবার জন্য ভালো হতো৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Name *
Email *
Website

Skip to toolbar