নতুন আঙ্গিকে টেকবৃষ্টি.কম-এর যাত্রা শুরু
বিগত ১৪ এপ্রিল’২০১৭ ইং তারিখে টেকবৃষ্টি.কমের যাত্রা শুরু হবার পর থেকে সাইটটির জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে কিছু কুচক্রীমহল বার বার সাইটটি হ্যাক করে নিম্ন মনমানসিকতার পরিচয় দিয়েছে।যার ফলশ্রুতিতে সাইটটি আবারো নতুন করে সাজাতে হচ্ছে।পূর্বের ইউজার রেজিস্ট্রেশনগুলোও মুছে গিয়েছে।তাই পোষ্ট করা কিংবা মন্তব্য করার পূর্বে নতুন করে রেজিষ্ট্রেশন করে নিবেন আগ্রহীগণ।সবার সহযোগিতা পেলে সাইটটি খুব শীঘ্রই পূর্বের অবস্থানে ফিরে যাবে। এ ব্যাপারে সকলের দোয়া ও সহযোগিতা কাম্য।